সহজ এবং কম খরচে টাইমার সার্কিট ডায়াগ্রাম , ৫৫৫ আইসি সার্কিট
Introduction:
সূচনা বিবরনঃ
আজকে আমরা আলোচনা করবো কিভাবে সহজে একটি টাইমার সার্কিট তৈরী করা যায় ।
এই টাইমার সার্কিট ডিজাইনে ব্যবহার করা হয়েছে, বহুল প্রচলিত এবং স্বল্প মুল্যের আইসি ৫৫৫ ।
এই আইসিটি সাধারনত ৫ টাকা থেকে শুরু করে ১৫ টাকা পর্যন্ত দামের মধ্যেই পাওয়া যায় ।
Application:
কাজের ক্ষেত্রঃ
প্রথমেই আমরা জানবো এই সার্কিটের ব্যবহারক্ষেত্র কোথায় হতে পারে
১। অটোমেটিক টাইমার লাইট তৈরীতে
২। ইলেকট্রিক চুলা তৈরীতে
৩। হিটার কন্ট্রোলে
৪। এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজে, ইত্যাদি
Required Item/Parts:
প্রয়োজনীয় জিনিসপত্রঃ
১। ক্যাপাসিটর ২ টি
২। রেজিস্টর ২ টি
৩। একটি সুইচ ( পুশ বাটন )
৪। একটি আইসি ( 555 )
৫। একটি ব্যাটারী ( ৫ থেকে ১২ ভোল্ট)
৬। ইন্ডিকেটর LED ও একটি রেজিস্টর ( প্রয়োজন মত )
Calculation:
হিসাব নিকাশঃ
Time = 1.1 x R1 x RV1 x C1
নিচে যে মানের রেজিস্টর ক্যাপাসিটর এর মান ব্যবহার করা হয়েছে তা দিয়ে শুন্য ০ থেকে ১১০ সেকেন্ড প্রায় দুই মিনিট টাইম কন্ট্রোল করা যাবে ।
Circuit Diagram:
Working Procedure:
কাজের পদ্ধতিঃ
সবকিছু ঠিকঠাক সংযোগ হওয়ার পরে স্টার্ট বাটনে চাপ দিলেই সার্কিটি কাজ করা শুরু করবে । সময় শেষ হয়ে গেলে আওটপুট বন্ধ হয়ে যাবে ।
ইউটিউব ভিডিও দেখুনঃ click for video
আমাদের গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্কঃ https://www.facebook.com/groups/bdelab/
Comments
Post a Comment